images

সারাদেশ

‘ট্রাম্প কার্ড খেললেও হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না’

জেলা প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিল। এসব অপচেষ্টা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। এখন ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না।

শনিবার (৯ নভেম্বর ) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘দেশের রাজনীতিতে নানান খেলা চলছে’

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষণহীন সমৃদ্ধ একটি দেশ পাওয়ার আকাঙ্ক্ষা জন্মেছে। তাই সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। দেশের মানুষ একটি কল্যাণকর ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াতে ইসলামের রয়েছে। মূলত, ইসলাম অনুসারে ইনসাফভিত্তিক সমাজ কায়েম ব্যতীত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোরের নব-নির্বাচিত জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন। 

আরও পড়ুন: ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করেছে’

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর-কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - যশোর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহরের সাংগঠনিক নায়েবে আমির বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। 

এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

প্রতিনিধি/ এমইউ