রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করেছে’

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করেছে’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, বিগত ১৭ বছরে গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকার ইতিহাসকে বিকৃত করেছে। তবে বিএনপি বরাবরই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা জাতিকে সত্য জানাতে চাই। আগামী প্রজন্মকে সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জয়পুরহাটে যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ

জি কে গউছ আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারেক রহমান রাজনীতি করেন না। দীর্ঘ দিন ধরে তিনি সমাজের মানুষের কল্যাণে যে কাজ করছেন, তা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করেছে। একটি শিক্ষিত জাতি হিসেবে আমরা যেন মাথা উচু করে দাঁড়াতে পারি, সেজন্য কাজ করছে বিএনপি।

এ সময় জেলা বিএনপির উদ্যোগে ৭০০ খুদে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন: ‘পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না’ 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর