images

সারাদেশ

‘সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারে যৌক্তিক সময়টুকুই দেবে জামায়াত’

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের জন্য এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি যে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি আমরা। আমরা স্পষ্ট করে বলেছি না খুব দ্রুত না খুব লং। আর নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইস্তেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়ায় সদস্য রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।

thumbnail_Screenshot_20241108-170424_Video_Player

এসময় জামায়াত সেক্রেটারি আরও বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্থ ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাষক শেখ হাসিনা।

আরও পড়ুন

স্বৈরাচারের বিকল্পরূপ আমাদের কাছে হাজির হয়েছে: ইসলামী যুব

মায়াত নেতা আরও বলেন, কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা একশ ভাগ বিদায় হয়নি। এখনও ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।

বেলা ১২টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি, অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। সম্মেলনে কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস