মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বৈরাচারের বিকল্পরূপ আমাদের কাছে হাজির হয়েছে: ইসলামী যুব আন্দোলন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

স্বৈরাচারারের বিকল্পরূপ আমাদের কাছে হাজির হয়েছে: ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন বলেছেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচারকে হটালাম। সেই স্বৈরাচারের বিকল্প রূপ যেন আমাদের সামনে হাজির হয়েছে। আগের মতো দখলদারি, চাঁদাবাজি শুরু হয়েছে। নিরীহ মানুষের প্রতি জুলুম-নির্যাতন চালাতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে। আমরা এসব অপকর্মের প্রতিরোধ গড়ার চেষ্টা করছি।

তিনি বলেছেন, এ অপশক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ ও সাহস পেত না, যদি আমাদের আরও বেশি শক্তি থাকতো। সুতরাং ইসলামী আন্দোলন রাজনীতিকভাবে আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে। টার্গেট নিতে হবে এ অবস্থান থেকে উত্তরোত্তর উন্নতি করে রাজনীতির প্রথম স্থানে পৌঁছাতে হবে।


বিজ্ঞাপন


শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হলে ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, কে কি বললো, কে কোথায় গেল না গেল এগুলো পর্যালোচনা করা একজন সংগঠকের জন্য জরুরি নয়। জরুরি হলো নিজেদের কাজে মনযোগী হওয়া। প্রকৃত অর্থে নেতাকর্মীরা যদি সংগঠনের নিবেদিত প্রাণ হয়। সংগঠনের যে কাজ তার ওপর অর্পিত আছে। সে কাজ নিয়েই ব্যস্ত থাকবে, অন্যকে নিয়ে গবেষণা করার সময় তার নেই। তাই  নিজের কাজকে অবশ্যই গুরুত্ব দিবে।

আরও পড়ুন

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জামায়াত

ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, নিজের ঘরকে মজবুত করুন। শক্তিকে সমীহ করে সবাই। শক্তি না থাকলে কেউ তাকে গণনায় করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এমন শক্তি অর্জন করতে পারে,  সবার সমৃদ্ধ প্রচেষ্টায় পথম স্থানে অবস্থান নিতে পারে। তবে অপরাধীরা আমাদেরকে সমীহ করবে, ভয় করবে। তাহলে যে অন্যায় অপরাধ আমরা প্রতিরোধ করতে চাই, সেই কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য সংগঠনকে মজবুত করতে জনবল বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জানান তিনি।


বিজ্ঞাপন


আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুস জাহের আরেফী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম।

এছাড়াও বক্তব্য দেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর