images

সারাদেশ

গোপালগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

পর্নোগ্রাফি মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আরও পড়ুন: সাদুল্লাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আছেন -বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা। তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরি বাড়ি গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে। নিরাঞ্জন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন - উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।

আরও পড়ুন: চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান পিন্টু আটক

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ সাতজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামার বাড়ি। এ সুবাদে সুজিত ওঝার সঙ্গে আমার মেয়ের পরিচয় ছিল। এক সময় গোপনে মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে সে। পরে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরঞ্জন ওঝা মামলা না করতে হুমকি দেয়। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ