images

সারাদেশ

গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী রাধানগর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন: মোটরসাইকেলের সাইলেন্সারে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণের বার

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে সীমান্তবর্তী রাধানগর এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি দুই হাজার ৯০৭ পিস, কাশ্মিরি শাল এক হাজার ১৬২ পিস, থ্রি-পিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় এক হাজার ১৬০ মিটার, মখমলের সোভার কভার এক হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ এক হাজার ৬৬৯ পিস, জনসন বেবি লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট দুই লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২৬০ পিসসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য আট কোটি দু্ই লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

আরও পড়ুন: শপিংব্যাগে মিলল ভয়ঙ্কর মাদক আইস, গ্রেফতার ১

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্যের চালান জব্দ করা হয়।

প্রতিনিধি/ এমইউ