চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ ২ জন আটক
এর আগে দুপুর ২টার দিকে দামুড়হুদা হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে হুদাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে হুদাপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মজনুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে হুদাপাড়া মাছপাড়ায় অবস্থান নেন।
বিজ্ঞাপন
আনুমানিক দুপুর ২টার দিকে বিজিবি টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে এই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহল দল ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। এরপর প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ