জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম
গাইবান্ধায় জাহিদুল ইসলাম (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার ৩
গ্রেফতার জাহিদুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি জাহিদুর ইসলামকে যাবজ্জীবন সাজা দেয় বিজ্ঞ আদালত। তখন থেকে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান পিন্টু আটক
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতার আসামি জাহিদুল ইসলামকে সাদুল্লপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ