জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
ভোলার চরফ্যাশনে জেলেদের পুনর্বাসনের ৩৫ বস্তা চাল চুরির অভিযোগে যুবদল নেতা মো. মুক্তার ফরাজিকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন পরিষদ থেকে এ চাল চুরির ঘটনার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ছেলের অপরাধে মাকে প্রকাশ্যে লাঠিপেটা
দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি মো. ইকবাল হাওলাদার বহিষ্কারের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুক্তার ফরাজি ইউনিয়ন পরিষদ থেকে শনিবার রাতে ৩৫ বস্তা জেলেদের পুনর্বাসনের চাল চুরি করে ট্রলারে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে চালের বস্তাগুলো জব্দ করে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত মুক্তার সটকে পড়েন।
আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপির ২ নেতার ওপর হামলা
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। সে কারণে মুক্তার ফরাজিকে ঢালচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুকে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমি এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। তাই এ বিষয়ে কোনো কিছুই বলতে পারছি না।
প্রতিনিধি/ এমইউ