মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল এলাকার বায়তুশ শরফ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার
হামলায় ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহফুজুল আলম এবং ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল ইসলাম আহত হয়েছেন। মাহফুজুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার (২৬ অক্টোবর) মাহফুজুল আলমের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন: ধনাগোদা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইছাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার বলেন, শুক্রবার রাতে ঝুলনপোল এলাকায় ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহফুজুল আলম এবং ইউনিয়ন বিএনপির সদস্য জাহেদুল ইসলামের ওপর পূর্ব শত্রুতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে স্থানীয় বাদশাহ, পিংকু, রিপনসহ ৭-৮ জনের একটি গ্রুপ হামলা করে। এ সময় মাহফুজুল আলমের ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মাহফুজুল আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।
বিজ্ঞাপন
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, হামলায় আহত মাহফুজুল আলমের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ