images

সারাদেশ

ভ্যান চুরি সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম

images

যশোরের অভয়নগরে ভ্যান চুরি সন্দেহে ইউসুফ মল্লিক (২০) নামের এক যুবককে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভয়নগর থানায় শুক্রবার ( ২৫ অক্টোবর) ওই যুবকের বাবা শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ মিলে আহম্মদ আলী বেগ নামের এক আসামিকে গ্রেফতার করেছে।

উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খার বাড়ি সংলগ্ন দোকানের পাশে বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিককে ভ্যান চুরি সন্দেহে পা উপরে মাথা নিচে দড়ি দিয়ে বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়।

আরও পড়ুন

রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ ৩/৪জন মিলে নির্যাতন করেন। অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে নির্যাতিত যুবক ইউসুফের বাবা শরীফ বলেন, ছেলেকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করেছে বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ ৩/৪জন। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। সে চুরি করবে কীভাবে। দোষীদের শাস্তির দাবিতে অভয়নগর থানায় মামলা করেছি।

thumbnail_Ab-25-10-1

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। নির্যাতিত যুবকের বাবা মো. শরিফ এ ঘটনার বিষয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এমন জঘন্য কার্যকক্রমের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/এসএস