রংপুরের মিঠাপুকুরে একটি বাড়িতে ছিনতাই করতে গিয়ে নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারী। এরপর ছিনতাইকারী সন্দেহে মধ্যরাতে পাশ্ববর্তী গ্রাম থেকে আয়নাল (৩০) নামে এক যুবককে সন্দেহজনক তুলে নিয়ে এসে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ছিনতাইকারী সন্দেহে আয়নালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসার পর গণপিটুনি দিলে সকালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় মনোয়ারা বেগম (৫৫) নামে ওই নারীকে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে মনোয়ারা বেগমকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলা ১৪ নম্বর দূর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময় মৃত-আব্দুস সাত্তারের বাড়িতে ছিনতাইকারী প্রবেশ করে। এসময় মনোয়ারা বেগমকে বাড়িতে একা পেয়ে অজ্ঞাত এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এসময় মনোয়ারা বেগম ছিনতাইকারীকে ধাওয়া করে চিৎকার দিয়ে বাড়ির বাইরে এসে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা চিৎকার শুনে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবণতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে রাত আনুমানিক দেড়টার সময় মনোয়ারা বেগমকে ছিনতাইকারী ছুরিকাঘাত করেছে এমন খবরে কয়েকজন যুবক পাশ্ববর্তী ধলার-পাড়া গ্রাম থেকে মৃত-নুরুল ইসলামের ছেলে আইনুল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে টেনে হিঁচড়ে নিয়ে আসেন।পরে রাতভর তাকে পেটানো হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী হাজরা খাতুন জানান, আয়নাল অবিবাহিত। তার বৃদ্ধ মা আর ভাইয়ের সঙ্গে বসবাস করেন। ছিঁচকে চোর স্বভাবের। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, যুবকদের মধ্যে আশিকুর এবং রেজা নামে দুইজনকে তারা চিনেছেন। বাকীরা কারা ছিল তাদের জানা নেই।
আয়নালের বোন শিরিনা বেগম জানান, আয়নালের বউ-ছাওয়াল কেউ নাই। তাই হামার মাওক প্রতিমাসে আটহাজার করে টাকা দেওয়ার কথা বলে সবাই মিমাংসা করে দিল।
আয়নালের বৃদ্ধা মা বলেন, মোর বেটাক তুলে আনি ডাংগে মারি ফেলাইছে। এ্যালা মোক নাকি প্রতিমাসে আট হাজার করি ট্যাকা দেবে।
এ বিষয়ে জানতে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রতিনিধি/এসএস