images

সারাদেশ

নড়াইলে ১৫০ ব্যক্তি বিনামূল্যে পেলেন চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পিএম

নড়াইল সদর উপজেলায় শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল বালক বিদ্যালয় এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন। এছাড়া সবাইকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

Narail-04_(25.10.2024)-

শরীফ আতিয়ার রহমানের ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষে বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন

হাওরের জলে বাঁধা জেলেদের জীবন

তিনি আরও বলেন, আমাদের পরিবারের ছয়জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। প্রতিমাসের শেষ শুক্রবার বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া এই পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

Narail-03_(25.10.2024)-

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মরহুম শরীফ আতিয়ার রহমানের বাড়িতে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সমাজে এ ধরণের ভালো কাজ আরও প্রয়োজন।

প্রতিনিধি/এসএস