সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাওরের জলে বাঁধা জেলেদের জীবন

পুলক পুরাকায়স্থ, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

হাওরের জলে বাধা জেলেদের জীবন

ঘড়ির কাটায় তখন সকাল ৭টা। ছোট্ট ছোট্ট নৌকা ঘাটে ভিড়ছে। হাওরের বিভিন্ন বিল থেকে মাছ শিকার করে নিয়ে আসছেন জেলেরা। এতে ঘাটপাড়ের অস্থায়ী হাটে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। দাম হাঁকা হচ্ছে। যার মনের মতো দামের সঙ্গে মিলছে, তিনিই কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের মাছ।

thumbnail_IMG_20241024_120624


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘি হাওরপাড়ের কাদিপুর গ্রামে গিয়ে দেখা যায় এমন চিত্র।

জানা যায়, কাউয়াদীঘি হাওর জেলার অন্যতম একটি মিঠাপানির জলাশয়। হাওর-সংস্কৃতিতে হাওরপারের মানুষের কাছে মাছ জীবিকার একটি বড় উপায়। বংশ পরম্পরায় অনেকেরই পেশা মাছ শিকার। যেন হাওরের জলে বাধা জেলেদের জীবন।

thumbnail_IMG_20241024_120740

স্থানীয়রা জানান, জলের সঙ্গে মাছের সম্পর্ক। জল না থাকলে মাছও হাওরে পাওয়া যায় না। এবারের বন্যায় হাওরে বেশি জল হওয়ার হাওরও বিস্তৃত হয়েছে। মাছের প্রজনন বৃদ্ধি হয়েছে। ফলে চাপিলা, টেংরা, মলা, চিংড়িসহ বিভিন্ন দেশি জাতের ছোট মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। যা কম-বেশি সারা বছরই স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণ করেছে।


বিজ্ঞাপন


তারা আরও জানান, একসময় ছোট চিংড়ির দাম কম ছিল। এখন দিন বদলে গেছে, এসব চিংড়ি এখন প্রায় দুষ্প্রাপ্য, ফলে দামও অনেক বেশি। এসব চিংড়ি ধরে ও বিক্রি করে হাওরাঞ্চলের নিম্নবিত্ত লোকজন জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি তাজা ও দেশি ছোট মাছ এখানে পাওয়া যায়, দামেও সস্তা। শহরে যে মাছ ১ হাজার তা এখানে ৭ থেকে ৮ শত টাকায় পাওয়া যায়।

আরও পড়ুন

মাটিতে মিশে যাচ্ছে কৃষকের স্বপ্ন 

প্রতিদিন হাজার টাকার মাছ বিক্রি করেন জানিয়ে কাদিপুর গ্রামের জেলে শৈবাল ধর বলেন, বিকেল হলে নৌকা নিয়ে কাউয়াদিঘি হাওরের মাঝখানে চলে যাই। গভীর পানিতে জাল ডুবিয়ে তারপর হাওর থেকে বাড়ি ফিরে আসি। পরদিন ভোরে গিয়ে জালগুলো তুলে নিয়ে এলে দেখা যায় নানা জাতের ছোট মাছসহ চিংড়ি ধরা পড়েছে।

thumbnail_IMG_20241024_120702

বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলে রাখেশ বিশ্বাস। তিনি বলেন, এবার বন্যায় হাওরে বেশি পানি হওয়ায় মাছও বেশি। অন্যবারের তুলনায় এবার মাছ ভালাই পাইছি। যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালাই।

১০ বছর ধরে এই হাট থেকে মাছ কিনে জেলার পৌরশহরে বিক্রি করেন সুবোধ দাশ। তিনি জানান, প্রতিদিন এই হাটে থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা ছোট মাছ কিনেন। দিনশেষে লাভ হয় হাজার টাকা।

আরও পড়ুন

পিরোজপুরের আমড়ার সাফল্যের গল্প

হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার সদরের সভাপতি আলমগীর হোসেন বলেন, হাওর ও জলাশয়ে কাঙ্ক্ষিত পানি আছে। পাশাপাশি হাওরের পানিতে ছোটবড় ঢেউ থাকায় মাছের প্রজনন বেড়েছে। হাওর থেকে দেশি ছোট মাছ ধরার কাজ করেন স্থানীয় নিম্নবিত্ত পরিবারের লোকজন। মাছ ধরে হাটবাজারে বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করেন।

thumbnail_IMG_20241024_120647

মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বলেন, এবারের বন্যায় হাওরে বেশি পানি হওয়ায় দেশি জাতের ছোট মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে।

জেলার হাওরগুলোতে দীর্ঘ সময় পানি থাকার সুবাদে মাছের উৎপাদন আরও বাড়বে বলে তিনি আশা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর