জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ এএম
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরকারি নজরুল কলেজের সামনে থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: চিত্রা নদী যেন এক ডাস্টবিন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ, ত্রিশাল উপজেলা প্রশাসন ও ত্রিশাল থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সরকারি নজরুল কলেজের সামনে থেকে স্মৃতিসৌধ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ
এ সময় কাঁচাবাজার, ফলের দোকান, স্মৃতিসৌধের সামনে অবৈধভাবে দখলে থাকা বাণিজ্যিক দোকান, হোটেল এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে ত্রিশাল মডেল মসজিদ, মাছের আড়ত ও হাসপাতালের সামনে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ত্রিশালে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ