images

সারাদেশ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৪, ১১:২৫ এএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) বিকেলে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মারা গেছেন

নিহত পর্যটকের নাম জাওয়াদ আহমেদ (২৫)। তিনি ময়মনসিংহের আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াদসহ কয়েকজন জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন।

আরও পড়ুন: নাটোরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নিহত ১

একপর্যায়ে তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান। সঙ্গী ও স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ