images

সারাদেশ

কুতুবদিয়ায় মাঝ সমুদ্রে জাহাজে আগুন 

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৬ এএম

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নোঙর করা একটি জাহাজে আগুন লেগেছে। 

রোববার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফেনী বড় বাজারের টাওয়ারে আগুনে পুড়লো ১০ দোকান

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিম দিকে বঙ্গোপসাগরে নোঙর করা একটি জাহাজে আগুন লাগার দৃশ্য দেখা যায়। অনেক দূর থেকে ওই নৌযানে স্পষ্ট আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের ধারণা মাঝ সমুদ্রে হয়তো গ্যাস সিলিন্ডার অথবা অন্য কোনো কারণে জাহাজে আগুন লাগতে পারে।

আরও পড়ুন: ফরিদপুরে ৫ দোকানে ভয়াবহ আগুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সাগরে নোঙর করা জাহাজে আগুন লাগার ঘটনাটি সত্য। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে এ বিষয়ে অবগত করা হয়।

প্রতিনিধি/ এমইউ