জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পিএম
মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব: ৯-এর একটি দল।
শুক্রবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ভারতে পালাতে গিয়ে সংসদ সচিবালয়ের সাবেক যুগ্মসচিব আটক
শনিবার (১২ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার।
গ্রেফতার আতাউর রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত মছিব্বর মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের কোনো পদ-পদবিতে না থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ভাই।
আরও পড়ুন: টাঙ্গাইলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার আব্দুলাহ আল নোমান জানান, আটক আতাউর রহমানকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মৌলভীবাজার-সহ বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।
প্রতিনিধি/ এমইউ