জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়ক পার হতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর (৪৫) মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে ধাপেরহাট ফাঁড়ি পুলিশ।
আরও পড়ুন: মিরসরাইয়ে বাসচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩
এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ধাপেরহাট দক্ষিণ বাসস্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। এরই মধ্যে রংপুরগামী ‘মা আনোয়ারা’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
এ ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউর রহমান বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রতিনিধি/ এমইউ