মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন।

শনিবার (১২ অক্টোবর) কুমিল্লার শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম আপন রবি দাস (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে। কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক পার হতে গিয়ে মৃত ১


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রবি লাইনেই দাঁড়িয়ে ছিলেন। ট্রেন থেকে হুইসেল বাজিয়ে সরে যেতে সতর্ক করা হলেও রবি দাস সরেননি। পরে ট্রেনে কাটা পড়েন রবি।

ওসি মোস্তফা কামাল জানান, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মারা গেছেন। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর ডায়েরি লেখা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর