images

সারাদেশ

চুয়াডাঙ্গায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ চেকপোস্ট

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা থানা এলাকায় বিশেষ চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার।

thumbnail_Chuadanga_Police-_(1)

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগ সন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যেন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত- ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

thumbnail_Chuadanga_Police-_(3)

এই উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার পরিবেশ সৃষ্টি হবে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেন সচেতন মহল।

প্রতিনিধি/এসএস