images

সারাদেশ

কুমিল্লা সীমান্তে দুই মাসে আটক ৮৩ জন

জেলা প্রতিনিধি

১০ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের সীমানাধীন এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট ৮৩ জনকে আটক করেছে। 

বুধবার (৯ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন: ফেনীর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

বিজিবির কুমিল্লা সেক্টরে কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির এ খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বিজিবি আরও সতর্ক অবস্থানে আছে। আমরা জনবল বৃদ্ধি করেছি, টহল বাড়িয়েছি এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। এতে আমরা সাফল্যও পেয়েছি।’

আরও পড়ুন: মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ

কর্নেল মো. রেজাউল কবির আরও বলেন, ৫ আগস্টের পর দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অনেক ব্যক্তি পাসপোর্ট ছাড়াই ভারতে পালাবার চেষ্টা শুরু করে। এ সময় অনেকে সীমান্ত এলাকায় বিজিবির হাতে ধরা পড়েন।

বিজিবি জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬৩ জন এবং ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করে বিজিবি। 

প্রতিনিধি/ এমইউ