images

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ যুবক আটক 

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। 

সোমবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে এ অভিযান চালানো হয়। 

আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

আটক পেটান আলী উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেরিন ড্রাইভ থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার 

র‍্যাব অফিসার আবুল কালাম বলেন, সোমবার ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হওয়ার খবরে র‌্যাব, বিজিবি ও এপিবিএন-এর একটি যৌথ দল অভিযান চালায়। টের পেয়ে সন্দেহভাজন এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। তার দেহ তল্লাশি করে দেশি একটি বন্দুক ও দু’টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ