images

সারাদেশ

তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) রাতে জেলা ডিবির ওসি আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আসামি আফতাব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

ডিবির ওসি আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপি নেতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এর আগে রোববার দিনভর অভিযান চালিয়ে এ মামলায় আরও ১১ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান কারাগারে রয়েছেন।

প্রতিনিধি/ এমইউ