সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার ও ধামরাই)
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে বিএনপি নেতাকে পেটালো স্বেচ্ছাসেবক লীগ নেতা

ঢাকার সাভারে মো. আলাউদ্দিন খাঁন (৪৫) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। 

শুক্রবার (৪ অক্টোবর) সাভার পৌরসভার রাজাশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোপালগঞ্জে বিএনপি নেতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আহত মো. আলাউদ্দিন খাঁন (৪৫) সাভারের পূর্ব রাজাশন গির্জা রোড এলাকার বাসিন্দা এবং পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। 

এ ঘটনায় আহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে ১২ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা করেছেন। 

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যাকাণ্ডে শেখ সেলিমসহ আসামি ১৬১৭


বিজ্ঞাপন


আসামিরা হলেন - সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া (৫০), সাভার পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হাজী (৪৮), যুবলীগ নেতা মো. নজরুল (৫৫), মো. নাহিদ (৩৫), মো. সাদ্দাম (৩০), মো. আফসার (৩২), মো. তুষার ওরফে মনির (৩২), মো. ফারুক ওরফে স্বর্ণকার ফারুক (৫০), মো. শরীফ (৩২), মো. আহাদ (৩৩), মো. লাভলু (৩৫) ও মো. হৃদয় ওরফে কালা হৃদয় (৩৫)।

Screenshot-2024-10-04-22121
আহত মো. আলাউদ্দিন খাঁন

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় মো. আলাউদ্দিনের সঙ্গে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহিদ হাসানের ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হাজীর রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এর আগে গত ১১ জুলাই জাহিদ ও দেলোয়ার হাজীর নেতৃত্বে ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা চালানো হয়। এরই প্রেক্ষিতে আজ দুপুর ১টার দিকে ভুক্তভোগী আলাউদ্দিন রিকশাযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অভিযুক্ত জাহিদ হাসানের অফিসের সামনে পৌঁছলে অভিযুক্তরা তার রিকশার গতিরোধ করে এবং তাকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে লোহার রড, বাঁশ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে। একপর্যায়ে মার খেয়ে মাথা ফেটে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা জানান, আমরা ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর