জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৫ এএম
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে জেলের জালে উঠে এসেছে একটি কুমির।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া এলাকায় এক জেলের জালে কুমিরটি আটকে যায়।
আরও পড়ুন: শিকারীর ফাঁদ থেকে রক্ষা পেল ১৭ ঘুঘু
জেলেরা জানান, বাকেরগঞ্জ উপজেলার মো. রহিম নামে এক জেলে নদীতে জাল ফেলেন। বিকেল ৪টার দিকে জাল তুললে তিনি কুমিরটি দেখতে পান। পরে কুমিরটি দিঘির পাড় লঞ্চঘাটের পাশে বেঁধে রাখেন। তখন কুমিরটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
আরও পড়ুন: নাটোরে অসুস্থ বুটেড ঈগল উদ্ধার
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম জানান, স্বাভাবিকভাবে এসব অঞ্চলে কুমির পাওয়ার সম্ভাবনা নেই। তবে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে নোয়াখালীতে কিছু দিন আগে একটি কুমির ধরা পড়েছে। হয়তো সুন্দরবন থেকে চলে আসতে পারে। আমরা বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে দ্রুত জানিয়ে দিয়েছি। কুমিরটি রেসকিউ করার ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ