images

সারাদেশ

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পিএম

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম এলাকা থেকে তাদের আটক করে বিজিবির ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির টহল দলের সদস্যরা।

আরও পড়ুন: মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ আটক ১০ 

আটক দু’জন হলেন - দিনাজপুরের বোচাগঞ্জের মুশিদহাটের (মিলরোড) রামা রায়ের ছেলে ম্যাগনেট রায় (২৫) ও নীলফামারী সদরের পলাশবাড়ীর প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।

বিজিবির কিশেরীগঞ্জ কোম্পানির কমান্ডার নায়েক সাহাদত ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আরও পড়ুন: সীমান্তে ১৬ ভারতীয় মহিষ জব্দ

এ বিষয়ে বিজিবি (বর্ডার গার্ড) ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে মেইন সীমান্ত পিলার ৩৩১/ সাব পিলার ৪-এস-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপার করছিল। এ সময় দু’জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিরল থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ