ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুলিশের সঙ্গে রোহিঙ্গা কিশোরী উধাও
উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আরও পড়ুন: বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার
রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সে সময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করে বিজিবি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ