images

সারাদেশ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় মোস্তাক আহম্মেদ (৫০) নামের এক ইউপি সদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: গাজীপুরে দাওয়াত দেওয়া নিয়ে সংঘর্ষে ১ ব্যক্তির মৃত্যু

তিনি আরও জানান, মোস্তাক আহম্মেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।   

নিহত মোস্তাক খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং এই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।  

আরও পড়ুন: ফরিদপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাবিলের বাজার থেকে মোটরসাইকেল করে খোলাহাটিতে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দাড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিসহ তিনি গুরুতর আহত হন। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাক মেম্বরকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে মোস্তাক মেম্বরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

প্রতিনিধি/ এমইউ