গাজীপুরের কালীগঞ্জে দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদুল ইসলাম শ্যামল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরিদপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
উপজেলার মোক্তারপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নিহত শ্যামল মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর হাতাহাতি এবং সংঘর্ষ হয়। এ সময় জাহিদুল ইসলাম শ্যামল আহত হন। পরে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার
এ বিষয়ে ওসি আলাউদ্দিন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে। এ সময় শ্যামল আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে - সেখানে তিনি মারা যান। এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই শামসুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ