জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পিএম
শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশে একটি ধানক্ষেত থেকে তার উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত শহিদ মিয়া (১৮) পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন তার সন্ধানের চেষ্টা করতে থাকে। কিন্তু তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার গিলাগাছা থেকে কুচনিপাড়া সড়কে ব্রিজের পাশের একটি ধানক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহটি শহিদ মিয়ার বলে শনাক্ত করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস