শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শেরপুরে পুকুরে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম

শেয়ার করুন:

ভাই-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে চাচা খুন

শেরপুরের শ্রীবরদীতে পুকুর গোসল করতে নেমে খোকন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভায়াডাঙা মোল্লাপাড়া গ্রামে নিজেদের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


খোকনের বড় ভাই ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। 

খোকন ওই গ্রামের মৃত সেকান্দর আলী মেম্বারের ছেলে। খোকনের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু জানান, খোকন মিয়া আজ শুক্রবার বিকালে বাড়ির পাশে পুকুরে গোশল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরে আশপাশের  লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, পানিতে ডুবে মৃত্যুর কথা শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর