জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহাগ (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৩ জন আহত
এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১৭ জনের মৃত্যু হয়।
মৃত সোহাগ বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
আরও পড়ুন: গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
তিনি জানান, রোববার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭৪ জন।
তিনি আরও বলেন, বরিশালে সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আমরা জনসচেতনতার পাশাপাশি সরকারি হাসপাতালে তাদের যথাযথ চিকিৎসা দিচ্ছি।
প্রতিনিধি/ এমইউ