রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৩ জন আহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ এএম

শেয়ার করুন:

কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৩ জন আহত

পঞ্চগড় জেলা শহরে রাতের আঁধারে আকস্মিক এক কুকুরের কামড়ের শিকার হয়ে নার্সসসহ ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে জেলা শহরের পৃথক স্থানে কুকুর কামড়ের এ ঘটনাগুলো ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

কুকুরের কামড়ে আহত সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিয়েছেন। বেশিরভাগ মানুষের পায়ে কামড়েছে কুকুর।  

আক্রমণের শিকার কয়েকজন জানান, রাত ৮টার সময় জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রথম এক যুবককে একটি কুকুর কামড়ে দেয়। এরপর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকায় আরও ১৩ জন কুকুরের কামড়ের শিকার হন। হালকা হলুদ গলায় সাদা রঙের এবং কালো সাদা রঙের দু’টি কুকুর রাস্তায় ঘুরে এভাবেই কামড়ে চলেছে।

আহতরা হলেন - পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম (২৮), জেলা শহরের মিঠাপুকুর এলাকার আতাউর রহমান (৫৯) ও নজরুল ইসলাম (৫৫), লিচুতলা এলাকার রাজু (৪৫), ডোকরোপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), ধাক্কামারা এলাকার আবুল কালাম (৬৬), কামাতপাড়া এলাকার জাবেদ আলী (২৬), মাগুরা খালপাড়া এলাকার নাইম (২২), গলেহা কান্তমনি এলাকার রনি (২৫), জগদল এলাকার ফেরদৌস আলী (২৬), অমরখানা এলাকার আবু মুসা (২২), দোমনি এলাকার আইনুল হক (৬০), দর্জিপাড়া এলাকার সিদ্দিকুল ইসলাম (২১), ময়দানদিঘী এলাকার বাঁধন (২০)।


বিজ্ঞাপন


এদিকে কুকুর শনাক্তসহ আটক করতে পঞ্চগড় পৌরসভার একটি দল খোঁজ শুরু করেছে।

আরও পড়ুন: নাটোরে অসুস্থ বুটেড ঈগল উদ্ধার 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম বলেন, ডিউটি শেষে আমি বাড়ি ফিরছিলাম। লিচুতলা এলাকায় একটি কুকুর আমাকে কামড়ে দেয়। হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা নিয়েছি।

ফেরদৌস আলী বলেন, আমি জেলা প্রশাসক অফিসের গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হালকা হলুদ ও গলায় সাদা রঙের একটি কুকুর আমার পা কামড়ে ধরে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১৪ জন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন। কারও কারও গভীর ক্ষত থাকায় প্রয়োজনীয় ইনজেকশন দেওয়া হয়েছে।

পঞ্চগড় পৌরসভার প্রশাসক আব্দুল কাদের বলেন, বিষয়টি জানার পর হিংস্র কুকুরগুলোকে শনাক্ত করে ধরতে একটি টিম গঠন করেছি। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় কুকুরের খোঁজ করছে। আমরা ধারণা একটি কুকুরই মানুষকে আক্রমণ করছে। এ বিষয়ে আমরা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তবে আমাদের কুকুর ধরার আধুনিক জিনিসপত্র নেই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর