images

সারাদেশ

কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শনিবার দিবাগত রাতে চার খামারির মোট ৯ গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে ওই গ্রামের খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কমলাপুর গ্রামের সোবহান বিশ্বাসের ছেলে কৃষক বাবর আলী বিশ্বাসের গোয়ালঘর থেকে দু’টি সিন্দি শাহিওয়াল জাতের লাল রঙের বড় গাভী এবং একটি বকনা বাছুর মিলে মোট তিনটি গরু চুরি হয়ে যায়। এগুলোর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

আরও পড়ুন: গাইবান্ধায় ল্যাম্পি রোগের প্রাদুর্ভাব, ১০০ গরুর মৃত্যু 

একই বাড়ির মধ্যে বাবর আলী বিশ্বাসের বড় ছেলে মুজিবুর রহমানের জার্সি জাতের বড় একটি গাভী, একটি বকনা এবং একটি ষাঁড় গরু মিলে মোট তিনটি গরু তার গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরচক্র। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

বাড়ির পাশে প্রতিবেশী সোবহান মাস্টারের দুই ছেলের মধ্যে মিলন মিয়ার গোয়াল ঘর থেকে একটি দেশি গাভী (যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা) এবং মোহাম্মদ মন্নুর গোয়াল ঘর থেকে একটি বড় ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি ষাঁড় গরু একই সময়ে চুরি করে নিয়ে যায় চোরেরা। 

আরও পড়ুন: কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

এসব চুরির ঘটনায় গ্রামটিতে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রত্যকের পেশা কৃষিকাজ। ওই এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। তাতে গরু রয়েছে কয়েক শতাধিক। এক রাতে গোয়াল ঘর থেকে এভাবে গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় খামারিরা চরম দুশ্চিন্তায় আছেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, গরু চুরির ঘটনা শুনে আমি নিজে ক্ষতিগ্রস্ত খামারিদের বাড়িতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে চোরচক্রের সদস্যদেরকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে।

প্রতিনিধি/ এমইউ