জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় জড়িত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পুষ্পকলি শিশু সংগঠন এবং বরিশালসহ বরগুনাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: অনলাইন ক্যাসিনোর হোতা মোতালেব-কামালের বিরুদ্ধে মামলা
এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আমরা চাই অবিলম্বে জড়িত সবাইকে গ্রেফতার শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। পুষ্পকলি শিশু সংগঠনের সভাপতি শামিমা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা দেন - একে আজাদ, মুনির হাওলাদার, মো. হাসান, মো. বেল্লাল প্রমুখ।
আরও পড়ুন: দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
বক্তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চরম অমানবিক না হলে একজন নিরীহ যুবককে পিটিয়ে হত্যা করা যায় না। তোফাজ্জল হত্যার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের সবাইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নতুবা এ ধরনের নির্মম ঘটনা ঘটতেই থাকবে।
প্রতিনিধি/ এমইউ