জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিরোজপুরে মোবাইল চুরির ঘটনায় স্কুলছাত্র নিহত
নিহত তৌহিদুর রহমান ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই নদীতে মাছ ধরার জাল চুরির অভিযোগ এনে ওই এলাকার কয়েকজন যুবক শুক্রবার দুপুরে তৌহিদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে তৌহিদুরকে গুরুতর আহত অবস্থায় বাসার কাছে ফেলে দিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর মারা যান তিনি। তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক।
প্রতিনিধি/ এমইউ