জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাই-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার চাকুর আঘাতে খুন হয়েছেন চাচা।
নিহত ব্যক্তি হচ্ছে জেলার ভোলাহাট উপজেলা ঝাউবোনা গ্রামের মৃত শাম মুহাম্মাদের ছেলে ইসমাইল হোসেন (৬৫)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিগে মিলন আলী ও তার ছেলে রবিউল ইসলাম নিজ বাড়িতে পারিবারিক বিষয়ে নিয়ে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল হোসেন তার ভাই ভাতিজার ঝগড়া থামাতে গেলে ভাতিজা ঘরে থাকা চাকু দিয়ে চাচাকে আঘাত করেন। পরবর্তীতে বাড়ির লোকজন ভিকটিমকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ ঘটনায় ভোলাহাট থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত হাবু ইকবাল পাশা মিলন আলীর ছেলে রবিউল ইসলামকে আটক করেন। তিনি আরও জানান ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস