জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ এএম
ফরিদপুরে ইলিশ মাছের দাম সহনীয় রাখতে আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ১৪৪ ধারা জারি
এ সময় ইলিশের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে দাস ভাণ্ডার নামের একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইলিশ মাছের আড়ত, পাইকারি ও খুচরা বেশকিছু দোকানে তদারকি করে সতর্ক করা হয়।
আরও পড়ুন: কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ ১৩ জন আহত
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ