images

সারাদেশ

কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোলাবাজার এলাকার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

আয়ুব হোসেন মোল্লা ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গত ৪ আগস্ট শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে আগুন ও মেইন বাসস্ট্যান্ডে পূর্বাশা কাউন্টার ভাঙচুর করা হয়। এ দুটি ঘটনার মামলায় আয়ুব হোসেন মোল্লা এজাহারভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস