জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পিএম
কক্সবাজারের রামুর গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি ৬২৫ গ্রাম আইসসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি: ৩০) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মরিচ্যা চেকপোস্টের পশ্চিমে গোয়ালিয়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: সাদুল্লাপুরে প্রাইভেটকারে মিলল ২৬ কেজি গাঁজা, গ্রেফতার ২
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন - রোহিঙ্গা ক্যাম্প: ১-এর ইয়াছিনের ছেলে মো. ফাইসেল (১৯)।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন (বিজিবি - ৩০) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আরও পড়ুন: মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২
বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক ব্যক্তি শপিং ব্যাগসহ গোয়ালিয়া অস্থায়ী তল্লাশি চৌকি অতিক্রম করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে এক কেজি ৬২৫ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
প্রতিনিধি/ এমইউ