সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

মেহেরপুরের গাংনীতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ টিম। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ভরাট-তেরাইল সড়কের তেরাইল বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ বৃদ্ধা আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন - মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলী (৩০) ও উপজেলার ওলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে আবুল কালাম আজাদ (৪০)।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট-তেরাইল সড়কের তেরাইল বাগানপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওয়ারিশ আলীর রাইস মিলের পাশে রাস্তার ওপর থেকে ইজিবাইকে তল্লাশি করে চারটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর