images

সারাদেশ

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে সিয়াম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপব্দী গছ এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, মৃত সিয়াম একই এলাকার রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

পুলিশ ও পরিবার  সূত্রে জানা যায়, সিয়াম তার বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে শিশু সিয়াম বাড়ির পাশের পেছনে থাকা পুকুরে গেলে হঠাৎ পড়ে যায়৷ এদিকে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পর সিয়ামকে তার পরিবারের লোকজন দেখতে না পেয়ে তাকে খুঁজাখুঁজি করে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে পুকুরের পানিতে ভাসতে দেখে থাকে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান আলী পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস