চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৫৯) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত সামিয়া রানী জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড় পুকুরিয়া সোনাতলা গ্রামের মৃত বিশুর মেয়ে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের সোনাতলা বিলবৈলঠা নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে সোনাতলা বিলবৈলঠা নামক স্থানে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শ্রীমতি সামিয়া রানী ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

