images

সারাদেশ

মেঘনায় লাইটার জাহাজ থেকে পড়ে একজন নিখোঁজ 

উপজেলা প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

নোয়াখালীর দ্বীপ হাতিয়ার ভাসানচরের কাছে লাইটার জাহাজ থেকে পড়ে মো. রাকিব হোসেন (১৮) নামে একজন নিখোঁজ হয়েছেন। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুর রহমান খান। 

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ ৪

নিখোঁজ রাকিব হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। সে এফবি সানি-৫ নামে এই জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিল। 

জাহাজের কোয়ার্টার মাস্টার মামুন জানান, জাহাজটি চট্রগ্রাম থেকে গম নিয়ে ঢাকা যাচ্ছিল। এরপর ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। এ সময় রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সাগর উত্তাল থাকায় তাকে ভালোভাবে খোঁজাও যায়নি। পরে জাহাজটি নিয়ে তারা ভাসানচর চলে আসেন। 

আরও পড়ুন: চট্টগ্রামে বিষাক্ত সাপের ছোবলে তরুণের মৃত্যু

এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়ার্টার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা চালাচ্ছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী খুবই উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া দুরুহ হয়ে পড়ছে।  

প্রতিনিধি/ এমইউ