বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পিএম
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে কাওয়ালি সন্ধ্যা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ‘২৪-এর মঞ্চ’-এর উদ্যোগে নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
আরও পড়ুন: নোবিপ্রবিতে লাঞ্ছিত হলেন ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই কাওয়ালি সন্ধ্যা ও শানে মোস্তফা (সা.) আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
এ বিষয়ে ২৪-এর মঞ্চের আহ্বায়ক ইশতিয়াক জামিল বলেন, ‘কাওয়ালি গান ছা্ড়াও দেশাত্মবোধক গান ও কবিতা পাঠ করা হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজন করেছি।
আরও পড়ুন: বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি
আশা করি যে ভালো একটি অনুষ্ঠান হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন নেবো।
প্রতিনিধি/ এমইউ