images

সারাদেশ

ময়মনসিংহের এক কারখানায় ৯০ শ্রমিক অসুস্থ

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল এসকোয়্যার লিমিটেড পোশাক কারখানায় দু’দিনে ৯০ শ্রমিক অসুস্থ হয়ে গেছেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) কারখানা বন্ধ রেখে শ্রমিকদের কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ইউপি সদস্যের বসতঘরে মিলল সরকারি ওষুধ

ভালুকা শিল্প-পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কারখানা বন্ধ রেখে শ্রমিকদের কাউন্সেলিং ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে শ্রমিকদের উপস্থিতি কম ছিল।

এর আগের দিন শনিবার সকালে কাজে যোগ দিতে এসে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কারখানার মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বৃহস্পতিবার কারখানাটির অন্তত ৭০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকরা গণমনস্তাত্ত্বিক রোগে শ্রমিকদের অসুস্থ হওয়ার কথা বলেছেন। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি শনিবার থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: ময়মনসিংহে বিজিবি দেখে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল এসকোয়্যার লিমিটেড পোশাক কারখানায় অন্তত ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের অধিকাংশই নারী। সে দিন সকাল ৮টার দিকে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই শ্রমিকদের কারো মাথা ঘুরাচ্ছিল, কারও বমি বমি লাগছিল, কারও শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকের পূর্ণ চেতনা ছিল না। এমন পরিস্থিতি সৃষ্টি হলে অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়। সে দিন কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে ভেতরে গেলে অনেকে অসুস্থ বোধ করতে থাকেন। তখন ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে যে তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছিলেন। এরইমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

প্রতিনিধি/ এমইউ