images

সারাদেশ

ময়মনসিংহে বিজিবি দেখে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০ এএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সীমান্তে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ বিজিবির একটি টহল দল দেখে পালাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ‘বাংলাদেশ-ভারত’ সীমান্তের বানাইচিড়িংগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

নিহত সোহাগ (১৮) জামগড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

তেলাখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিন বলেন, ভারত থেকে চোরাই পথে কয়েকজন ব্যক্তি গরু নিয়ে আসছিল। হঠাৎ তারা বিজিবির টহল দলের সামনে পড়ে যায় এবং টহল দল দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া দু’টি ভারতীয় গরু উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। 

আরও পড়ুন: বাংলাদেশে বিজিপি সদস্যের মৃত্যু 

এ ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্যাম্পের গেটের সামনে এসে হট্টগোল করে ক্যাম্পের দিকে ইট ও পাথর মারে এবং বিজিবি সদস্যদের গালিগালাজ করে। বিজিবির সদস্যরা ভেতর থেকে বের হলে - ওই ব্যক্তিরা ক্যাম্পের সামনে থেকে চলে যায়। পরে শুনেছি ফসল রক্ষায় হাতির জন্য পেতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে।

স্থানীয়রা জানান, সরকার পতনের পর থেকেই এ সব সীমান্তে প্রতিদিন অসংখ্য ভারতীয় গরু নিয়ে আসছে চোরাকারবারিরা। তারা এ কাজে অধিক অর্থের বিনিময়ে নিহত সোহাগের মতো যুবককে শ্রমিক হিসেবে গরু আনার কাজে ব্যবহার করে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ