images

সারাদেশ

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র ২ নেতা বহিষ্কার 

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত আলাদা পত্রের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ৮

শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির বিএনপি’র দুই নেতাকে বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত বিএনপি’র নেতা মো. মশিউর রহমান নয়েছ শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: যশোরের সাবেক এমপিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

দলীয় চিঠিতে বলা হয়, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় দলীয় পদসহ সব পদ থেকে মো. মশিউর রহমান নয়েছ ও এম.এ গণি মৈশালকে অব্যাহতি দেওয়া হল। উপরোক্ত আদেশ গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আসলে কী কারণে - দল তাদের বহিষ্কার করেছে তা তার জানা নেই বলে জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ