জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ এএম
নওগাঁর পোরশা উপজেলায় কৃষকের জমি দখলের অভিযোগে তৌফিক শাহ চৌধুরী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে বিএনপির পক্ষে দলের বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এই জিডি দায়ের করেন।
অভিযুক্ত ওই বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ছয় কৃষকের ২৪ বিঘা জমি তৌফিক শাহ জোর করে তাদের জমি দখল করেছে বলে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে গতকাল বুধবার রাত ৯টায় বিএনপির পক্ষ থেকে পোরশা থানায় জিডি করা হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি